বাংলা আর্টিকেল লিখার নিয়ম-পেমেন্ট বিকাশে

১১ উপায়ে আর্টিকেল লিখে আয়

বাংলা আর্টিকেল লেখার নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আর্টিকেল রাইটিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখন অনেকেই আর্টিকেল রাইটিংকে পেশা হিসেবে গ্রহণ করতে চাই। তবে শুধু আর্টিকেল লিখলে হবে না।  তাই আপনাকে এসিও ফ্রেন্ডলি কনটেন্ট লিখতে হবে।

বাংলা-আর্টিকেল-লিখার-নিয়ম

যে কেউ আর্টিকেল লিখতে পারে কিন্তু এসইও অপটিমাইজড আর্টিকেল লেখার জন্য বিশেষ অনুশীলন বা চর্চা করা প্রয়োজন শুধু আর্টিকেল লিখলে লেখা হয়ে যায় না লিখতে হলে সকল বিষয়ে এক্সপার্ট হতে হয়। আসুন কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল  লেখা যায় সেই বিষয়গুলো বিস্তারিত জেনে নেই। 

পেজ সূচিপত্রঃ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

আর্টিকেলে টার্গেট কিওয়ার্ড ও কনটেন্ট টাইপের গুরুত্ব

আর্টিকেলে টার্গেট কিওয়ার্ড ও কনটেন্ট টাইপের গুরুত্ব অনেক। কিওয়ার্ডের জন্য Ahrens বা SEMrush থেকে আপনার পছন্দের টার্গেট কিওয়ার্ড দেখে নিতে পারেন। এ দুটো টুল আপনাকে ভালো টপিক অনুসন্ধান করার জন্য কিওয়ার্ড অপটিমাইজেশনের সাহায্য করবে। এই টুলস গুলোআপনাকে আপনি কিভাবে সঠিক কিওয়ার্ড যাচাই-বাছাই করবেন এবং সিলেক্ট করবেন সে ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকবে।

আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট

আপনি আপনার টার্গেট কিওয়ার্ডগুলো google এ সার্চ দেওয়ার মাধ্যমে দেখে নিতে পারেন আর্টিকেল রেংকিং এখন কোন পর্যায়ে আছে। এইভাবে ভালো কিওয়ার্ড খুঁজতে হয় আর খোঁজার ক্ষেত্রে গুগল আপনাকে সাহায্য করবে। তখন আপনাকে যে কিওয়ার্ডগুলো ভালো লাগবে সেটি সিলেক্ট করবেন। 

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর ক্ষেত্রে দৈর্ঘ্য ও বিশ্লেষণ

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর ক্ষেত্রে দৈর্ঘ্য ও বিশ্লেষণ করা হল। একটি আর্টিকেলের দৈর্ঘ্য কতটুকু হওয়া প্রয়োজন সেটা জানার জন্য এসইও রেম্বার ব্যবহার করতে হবে আপনি বিনামূল্যে এই সেবাটি গ্রহণ করতে পারবেন। এই সেবাটি গ্রহণ করার জন্য আপনাকে কোন প্রকার অর্থ খরচ করতে হবে না। এটা আপনাকে ধারণা দিয়ে থাকবে যে ranking এর প্রথম পেজে যাওয়ার জন্য একটা আর্টিকেল এর দৈর্ঘ্য কেমন হওয়া দরকার। 

তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে দেখতে হবে টার্গেট কিওয়ার্ডের টপ টেন রেজাল্ট বিশ্লেষণ করে। যদিও এ কাজটি অনেক কষ্ট সাধ্য এটি মোটেও তেমন সহজ কাজ নয়। এটা আপনি কিভাবে টপ রাঙ্ক যেতে পারবেন সে বিষয়ে সাহায্য করবে বা সহজ করে দিবে। আপনার গবেষণার মাধ্যমে আপনি একটি কনটেন্টের রূপরেখা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।

এসইওতে পোস্ট ও মেটা টাইটেলের গুরুত্ব

এসইওতে পোস্ট ও মেটা টাইটেলের গুরুত্ব নিচে তুলে ধরা হলঃ

  • পোস্ট টাইটেলঃ পোস্ট টাইটেল হল পাঠকরা ওয়েবসাইটে আপনার পোস্টের টাইটেল কিভাবে দেখবে।
  • মেটা টাইটেলঃ মেটা টাইটেল হল সার্চইঞ্জিন কিভাবে আপনার পোস্ট অনুসন্ধান করে দেখায় তা নির্দেশ করবে। আপনি এসিও সেটিং একটি মেটা টাইটেল স্পেসিফিক করে না দেন তাহলে আপনার পোস্ট টাইটেল এটা মেটা টাইটেল হিসেবে ধরে নেওয়া হবে। 

এসইওতে মেটা ডেসক্রিপশন ও অল্ট টেক্সটের গুরুত্ব

এসইওতে মেটা ডেসক্রিপশন ও অল্ট টেক্সটের গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা একটি ডেসক্রিপশন কে আপনার ব্লক পোষ্টের জন্য সেলস কপি হিসেবে বিবেচনা করতে পারেন। আপনাকে ১৫৬ অক্ষরের মধ্যে কিওয়ার্ড সংযুক্ত করতে হবে এবং এমন কিছু বর্ণনা সৃষ্টি করতে হবে যা দেখে ব্যবহারকারীদের নিকট আপনার ব্লগ আকর্ষণীয় হয়। তাই আপনি যদি মেয়েটা ডেসক্রিপশন সংযুক্তির কাজটা এখন পর্যন্ত না করে থাকেন তাহলে দ্রুত এ কাজটি করে নেন।

Google একটা ইমেজ বা ছবিকে কখনোই পড়তে পারে না তাই সার্চ ইঞ্জিন গুগল কে আপনার সংযুক্ত ছবি কি সম্পর্কিত সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সঠিক বর্ণনা বা নাম ব্যবহার করতে হবে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। এজন্য আপনাকে একটা ছবি আপলোড করতে হবে এবং ম্যানুয়ালি HTML অল্টারনেট এট্রিবিউট ব্যবহার করবেন। 

এসইওতে ইন্টার লিঙ্ক ও আঙ্কর টেক্সটের ভূমিকা

এসইওতে ইন্টার লিঙ্ক ও আঙ্কর টেক্সটের ভূমিকা বিস্তারিত আলোচনা করা হল। আপনি যখন একটি নতুন পোস্ট লিখবেন তখন অবশ্যই আগের ব্লগ পোস্টগুলোর প্রাসঙ্গিক লিংক নতুন পোষ্টের সংযুক্ত করে দিবেন। এই জিনিসটা একটা ভালো দিক যাতে আপনার পাঠক গুলো পরবর্তীতে আপনার পোস্টগুলো পুনরায় পড়তে পারে এবং খুঁজতে পারে। এটা আপনার সাইটের নবায়নযোগ্য হতে সাহায্য করবে এবং বাউন্স রেট কমিয়ে দিবে এটা আরও একটা এসিও ফ্যাক্টর। 

যখন আপনারা পোস্টে টাইটেল লিখবেন তখন আপনারা পোস্টে লিংক সংযুক্ত করবেন সেটার টাইটেল অবশ্যই মেইন কিওয়ার্ড এর সাথে সংযুক্ত থাকতে হবে। পার্মালিঙ্ক এ স্টপওয়ার্ডঃ যদি কোন ব্লক পোস্টে A, an, the, এবং এরকম কিছু লিস্টেড সার্চ ইঞ্জিন থাকে তাহলে সেগুলো ইগনোর করতে হবে। আমরা আমাদের পোস্ট টাইটেল সাধারণত অনেক স্টপওয়ার্ড ব্যবহার করে থাকে এখানে আমরা বলতে পারি। 

3 ways to make a blog business plan এর ক্ষেত্রে পার্মালিঙ্ক হবে Domain.com/3-ways-to-make-a-blog-business-plan.html. এখানে toএবং aহলো স্টপ ওয়ার্ডস। এখন আমরা এগুলো পরিবর্তন করব blog- business-plan . তবে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে সেটা আর চেঞ্জ করা যাবে না।

এসইওতে H1, H2, H3 হেডিংয়ের গুরুত্ব

সঠিক হেডিং ট্যাগ এসইওতে H1, H2, H3 হেডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোন এসি অফ সিমে পোস্ট হেডিংগুলো h1 হেডিং ট্যাগ ব্যবহার করা থাকে তাহলে পরবর্তী সার্ভিসিংয়ের জন্য আমরা H2 হেডিং ব্যবহার করতে পারি এবং তারপর H3হেডিং এবং এভাবে চলতে থাকবে। সঠিক এসইও রাইটিং এর জন্য সঠিক হেডিং ট্যাগ ব্যবহার করা অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। নিয়ম অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করা উচিতএইচওয়ান H1, H2,H3 ট্যাগের মধ্যে। 

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলে কিওয়ার্ড কি

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলে কিওয়ার্ড কি তা হইত অনেকেরি জানা নেই চলুনএই আলোচনার মাধ্যমে জেনে নেয়া জাক। যখন আমরা সার্চ ইঞ্জিনে কোন কিছু খুঁজতে থাকি তখন কি ওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে আমরা যা খুঁজছি তা খুজে পেতে সাহায্য করে । তাই আর্টিকেলের ক্ষেত্রে কিওয়ার্ড খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ।  আসুন কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কি ওয়ার্ড কি সেটা আমরা জানতে পেরেছি এখন কিওয়ার্ড সম্পর্কে আরো কিছু বিষয়ে আমাদের জানার প্রয়োজন সেগুলো নিচে আলোচিত হলো।
এসইও-ফ্রেন্ডলি-আর্টিকেল-রাইটিং-এ-কিওয়ার্ড-কি

১. পজিশনঃ গুগল অনুসন্ধানের ক্ষেত্রে কিওয়ার্ড র‍্যাংকিং এটা। যদি পজিশন কোন ওয়েবসাইটের এক নাম্বারে হয় তাহলে যেকোনো কিছু সার্চ করলে তা প্রথমেই প্রদর্শন করবে আবার যদি পজিশন চার নাম্বার হয় তাহলে সেটি চার নম্বর জায়গায় প্রদর্শন করবে। তাই আমাদের লক্ষ্য থাকা উচিত হবে যে সর্বদা ভালো পজিশনে থাকা।

২.ভলিউমঃ ভলিয়ম আপনাকে ধারণা দিবে মোটামুটি কতজন দর্শক নির্দিষ্ট কিওয়ার্ড অনুসন্ধান করেছে। একটি নির্দিষ্ট মাসে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।  কারণ এখানে আপনি যেটা চিন্তা করবেন তার সাথে সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রদর্শন করবে।

এসইও আর্টিকেলে কিওয়ার্ডের গুরুত্ব

এসইও আর্টিকেলে কিওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আগের দিকে এসইও অপটিমাইজ করার জন্য মেটা কিওয়ার্ড ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটার ব্যবহার করা হয় না। কারণ সার্চ ইঞ্জিন এখন নিজের কি ওয়ার্ড নিজেই চিনে নিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কিওয়ার্ড যেহেতু আর্টিকেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু আমরা কিভাবে এটি খুঁজে পেতে পারি এজন্য চলুন জেনে নেওয়া যাক উপায় গুলো। 

আরো পড়ুনঃ২৩ টি আর্টিকেল লেখার নিয়ম

এসইএমরাসঃ এটা একটা অনলাইন পদ্ধতি যার মাধ্যমে কিওয়ার্ড খুজে পাওয়া যায় আপনি দেখতে পারবেন যে কোন কিওয়ার্ডের জন্য আপনার সাইট রাঙ্কিং এ আছে। এমনকি আপনাদের প্রতিযোগিতার র‍্যাংকিং এর কিওয়ার্ড দেখতে পারবে।কিন্তু এর জন্য আপনাকে পে করতে হবে তবে আপনাকে প্রথম ১৫ দিন বিনামূল্যে ট্রায়াল দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তারপরে আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে কিওয়ার্ড প্রদর্শন করবে তখন আপনি কিওয়ার্ড সম্পর্কিত যে কোন শব্দ টাইপ করবেন তা প্রদর্শন করবে। তাই কিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে গুগল একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে শুদ্ধ বানানের গুরুত্ব

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে শুদ্ধ বানানের গুরুত্ব অপরিসীম। আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে কেন এতো গুরুত্বপূর্ণ ভুমিকা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন।বাংলা বানানের নিয়ম বা প্রমিত বাংলা বানানের নিয়মের প্রথমে তিন সংস্করণের সঙ্গে সর্বশেষ অর্থাৎ শুদ্ধ বাংলা বানানের নিয়ম বা বাংলা বানানের নতুন নিয়মের সাথে মিল কম ও মিল বেশি।

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে যদি বানান ঠিকঠাক না থাকে তাহলে পাঠকগণ তা ভালোভাবে গ্রহণ করে না। বানান যদি ভুল থাকে তাহলে আর্টিকেল প্রাণবন্ত অর্থ পূর্ণ হয় না।আর যদি পাঠকগণ তা ভালোভাবে গ্রহণ না করে তাহলে আপনি যে উদ্দেশ্যে আর্টিকেল রাইটিং পেশা হিসেবে নিয়েছেন সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আপনি ভালো ইনকাম করতে পারবেন না। তাই আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে শুদ্ধ বানান এর গুরুত্ব অপরিসীম।
আর্টিকেল-রাইটিং-এর-ক্ষেত্রে-শুদ্ধ-বানান-গুরুত্বপূর্ণ

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে কয়েকটি শুদ্ধ বানানের উদাহরণ অতৎসম শব্দের শুদ্ধ বানানঃ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বাংলা বানানের সঠিক নিয়ম যেগুলো রয়েছে সেগুলো তে সব অতৎসম শব্দে শুধু মাত্র ই , উ কার ব্যবহৃত হয়। যেমন ঈমান, ইরানি, ইংরেজি, আসামি ইত্যাদি।

তৎসম শব্দ ই ,ঈ,ঊ,উ সংশ্লিষ্ট শুদ্ধ বাংলা বানানের নিয়মঃ

ই ,ঈ,ঊ,উ কিভাবে বাংলা বানান করতে হয় সেই নিয়মগুলো জেনে নিন

  • ই -কার যুক্ত শব্দঃ যে সকল শব্দসমূহ ভাষায় এবং জাতিকে বোঝায় সে শব্দের শেষে থাকে যেমন ফরাসি, জাপানি, পাকিস্তানি। 
  • ঈ-কার যুক্ত শব্দঃ দেবী, সতী ,নারী , মেধাবী, সুখী
  • শব্দের শেষে অথবা যেসব আলী বিশেষণবাচক শব্দকে নির্দেশ করে সেগুলোতে হবে যেমন মেয়েলি ,বর্ণালী, রুপালি

লেখক এর শেষ মন্তব্য

আর্টিকেল লেখার নিয়ম মেনে যদি আমরা আর্টিকেল লিখে থাকি তাহলে অবশ্যই আর্টিকেলকে আমরা পেশা হিসেবে গ্রহণ করতে পারব। কারণ আর্টিকেলের ভবিষ্যৎ অনেক ভালো কিন্তু কিভাবে আমরা আর্টিকেল লিখব কিভাবে এ বিষয়টা অনেকের মনে প্রশ্ন ছিল । কিন্তু উক্ত আর্টিকেল পড়ার পরে সকল বিষয়ে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন আশা করছি।

প্রিয় পাঠক আশা করছি আমাদের এই আর্টিকেলটি আপনাদের কে ভালো লেগেছে । আপনারা যদি এ ধরনের আরও আর্টিকেল পড়তে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। কারণ আমরা আমাদের লেখনীর মাধ্যমে সব সময় আপনাদের না জানা বিষয় সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
7 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • 37145 sahriar
    37145 sahriar ২৫ নভেম্বর, ২০২৪ এ ১:৪৪ PM

    vlo information

  • 37145 sahriar
    37145 sahriar ২৫ নভেম্বর, ২০২৪ এ ১:৪৪ PM

    masa allah

  • 37145 sahriar
    37145 sahriar ২৫ নভেম্বর, ২০২৪ এ ১:৪৪ PM

    khusi holam

  • 37145 sahriar
    37145 sahriar ২৫ নভেম্বর, ২০২৪ এ ১:৪৫ PM

    sundor

  • 37145 sahriar
    37145 sahriar ২৫ নভেম্বর, ২০২৪ এ ১:৪৫ PM

    omg

  • 37754 khadiza
    37754 khadiza ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৫০ AM

    Tips gulo help ful

  • 37754 khadiza
    37754 khadiza ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৫১ AM

    Sundor

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url