গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
ছেলে সন্তান কত মাসে হয়গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন এটা অনেক মহিলারাই জানে না। তবে
চিন্তার কোন কারণ নেই আমরা উক্ত আর্টিকেলে গর্ভাবস্থায় পেট শক্ত হয়
কেন এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি এই বিষয়টি খুব ভালোভাবে জানতে
চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন আশা করছি আপনারা
আপনাদের প্রয়োজনীয় উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ।
গর্ভাবস্থায় পেট শক্ত হয় একেবারে স্বাভাবিক একটি ব্যাপার এটা কোন অস্বাভাবিক
ব্যাপার নয়।গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে পেটটি একটু শক্ত হতে শুরু করে। দিন
কেটে যাওয়ার সাথে সাথে পেট পাথরের মত শক্ত হয়ে যাওয়ার কারণে অস্বস্তিও আরো
বাড়তে পারে তবে এক্ষেত্রে ঘাবড়ে যাওয়া যাবে না। গর্ভাবস্থায় পেট শক্ত
হয় কেন আসুন আমরা বিস্তারিত জেনে নেই।
পেজ সূচিপত্র গর্ভাবস্থায় পেট শক্ত হলে কি হয়
- গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
- গর্ভাবস্থায় পেট বড় হয় কখন
- গর্ভাবস্থায় পেটে চাপ লাগলে কি হয়
- গর্ভাবস্থায় তলপেটে ব্যথার কারণ কি
- গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে করণীয়
- শেষ কথাঃ গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন এটা অনেকের প্রশ্ন থাকে। তবে গর্ব অবস্থায়
নবম মাসে পেট শক্ত হওয়া খুবই সাধারণ একটি ঘটনা এটি কোন অস্বাভাবিক ঘটনা
নয়। এ বিষয়টিকে আবার ফলস লেবার ও বলা হয়ে থাকে। এটি বিশেষ করে
গর্ভাবস্থায় শেষের দিকে হয়ে থাকে এ সময় পেট অনেকটাই শক্ত মনে হয়। তবে
পেট শক্ত হলেও কিছুক্ষণ পরে তা আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে
আসে। কেননা এই সংকোচন গুলোর একদম স্থায়ী নয়।
আরো পড়ুনঃ
গর্ভাবস্থায় আমড়া খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থার শেষ দিকে একদম বাচ্চা নিচের দিকে চলে আসে তাই মায়ের পেটকে আরো অনেক
বেশি শক্ত মনে হয় এবং চাপ যুক্ত করতে পারে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া
এ প্রক্রিয়াটি দেখা দিলে অবশ্য আপনাকে বুঝতে হবে যে প্রসবের সময় হয়ে
এসেছে। নয় মাসে যদি পেট শক্ত হয় এবং নিয়মিত ব্যাথা বাড়তে থাকে তাহলে
অবশ্যই বুঝে নিতে হবে যে বাচ্চা প্রসবের ইঙ্গিত দিচ্ছে।
গর্ভাবস্থায় পেট বড় হয় কখন
গর্ভাবস্থায় পেট বড় হয় কখন এ বিষয়টি অনেকের জানার আগ্রহ থাকতে
পারে। গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন এ বিষয়টি ইতিমধ্যে আলোচনা
হয়েছে। পেট বড় হওয়ার নির্দিষ্ট সময় নেই এক এক মায়ের ক্ষেত্রে এক এক রকম
ভাবে তার পেটের আকার বৃদ্ধি পেয়ে থাকে।অনেক মায়েদের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা
যায় যে দ্বিতীয় ট্রাইমেষ্টারে পেট তেমন একটা বড় হতে দেখা যায় না আবার
কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ট্রাইমেষ্টারে পেট বড় হতে শুরু
করেছে।গর্ভ
আবার এমনও মা রয়েছে যাদের টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ার কিছুদিন পর থেকে পেটে
রাখার বড় হতে দেখা যায়। কারো যদি খুব তাড়াতাড়ি পেটের আকার বৃদ্ধি না
পায় তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। কেননা বিভিন্ন মায়ের
বিভিন্ন সময়ে পেটের আকার বৃদ্ধি পেতে পারে। বেশ কিছু কারণ এর জন্য
কারো কারো পেট খুব তাড়াতাড়ি বড় হতে দেখা যায় আসুন দেখে নেওয়া যাক সে
কারণগুলো কি কি হতে পারে।
- পেট ফোলা ভাব
- পেটে গ্যাস
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা
- এছাড়াও গর্ভে যদি একাধিক সন্তান থাকে সে ক্ষেত্রে পেট আগে বড় হয়ে যায় স্বাভাবিকের তুলনায়।
প্রথমবার যে সকল মায়েরা মা হতে যায় সে সকল মহিলাদের ক্ষেত্রে সাধারণত ১২ থেকে
১৬ সপ্তাহের মাঝে পেটের আকার বৃদ্ধি পেতে দেখা যায়। তবে আগে যারা গর্ভধারণ করেছে
তাদের ক্ষেত্রে পেট আরো আগে বড় হতে শুরু করে। কারণ হিসেবে বলা যায় তাদের জরায়ু
এবং পেটের পেশী আগের গর্ভধারণের কারণে অনেকটাই প্রসারিত হয়ে থাকে। গবেষকরা
গবেষণায় দেখেন যে 12 সপ্তাহ পর্যন্ত জরায়ুর পিউবিক হাড় ভেতরে থাকে যার
কারণে তেমন একটা বোঝা যায় না।
তবে পাঁচ মাসের পর থেকে অল্প অল্প করে পেটের আকার বাড়তে শুরু করে। যে
গর্ভবতী মায়েদের স্বাস্থ্য একটু বেশি ভালো তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি লক্ষ্য
করা যায় এবং যে সকল মায়েদের স্বাস্থ্য কম তাদের পেট এতটা বোঝা যায়
না। পেটের আকার বৃদ্ধি পাওয়া অনেক সময় বয়সের উপর নির্ভর করে
থাকে। এছাড়া কারো কারো ক্ষেত্রে জিনগত কারণে কারো পেটের আকার দ্রুত বৃদ্ধি
পায়। আবার কারো ক্ষেত্রে পেটের আকার ধীরগতিতে বৃদ্ধি পেয়ে থাকে ।
গর্ভাবস্থায় পেটে চাপ লাগলে কি হয়
গর্ভাবস্থায় পেটে চাপ লাগলে কি হয়এটা অনেকেই জানতে চাই। কারন যখন একজন মা
গর্ভবতী থাকে তখন সে বিভিন্ন রকম সর্তকতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে থাকে। তার
ভেতরেও যদি কোন কারণবশত পেটে চাপ লেগে যায় তাহলে সে বিষয়টি নিয়ে গর্ভবতী মা
অনেক চিন্তিত হয়ে পড়ে। আসলে বিষয়টি একটু গুরুতর।কেননা পূর্ভাবস্থায় যদি পেটে
চাপ লেগে থাকে তাহলে তা অনেক সময় গর্ভ পাতের কারণ হয়ে দাঁড়ায়।
তাই গর্ভ অবস্থায় সকল মহিলাদেরকে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে
পেটে কোনভাবে আঘাত না লাগে বা চাপ না লাগে। বাচ্চা গর্ভ অবস্থায় থাকা সময়
অতিরিক্ত জার্নি না করাই ভালো। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মা অনেক
পরিশ্রমের কাজ করলে অনেক সময় পেটে চাপ লাগে বা পেট ব্যথা করতে পারে তাই সর্ব
অবস্থায় অনেক বেশি কঠিন পরিশ্রম করা ঠিক নয় গর্ভবতী মায়ের জন্য।
গর্ভাবস্থায় তলপেটে ব্যাথার কারণ
গর্ভাবস্থায় তলপেটে ব্যথার কারণ অনেকে জানতে চাই। গর্ভাবস্থায় পেট শক্ত
হয় কেন এ বিষয়টির পাশাপাশি তলপেট ব্যথার কারণ এটিও গুরুত্বপূর্ণ। তলপেটের ব্যথা
অনেক সময় স্বাভাবিক ব্যথা হয় আবার কখনো ঝুঁকিপূর্ণ ব্যথা
হয়। স্বাভাবিকভাবে জরায়ু থাকে 6 সেন্টিমিটার মত। একজন গর্ভবতী মায়ের
জরায়ু দিন দিন বড় হতে হতে তা ৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাই এ সময়
তলপেটে একটু করে ব্যথা অনুভব হয় এটা অস্বাভাবিক কোন বিষয় নয় প্রত্যেক গর্ভবতী
মায়ের ক্ষেত্রে এই ব্যথা অনুভব হয়ে থাকে্র
আরো পড়ুনঃ
গর্ভাবস্থায় পানি কম খেলে কি হয়
কিন্তু যদি কখনই এমন হয় খুব চাপ ধরে আছে এবং তীব্র ব্যথা হচ্ছে আবার চলে যাচ্ছে
আবার চাপ ধরে ব্যাথা হচ্ছে বা ব্যথার সঙ্গে একটু করে রক্তপাত হচ্ছে তখন অবশ্যই
সেটা নিয়ে আর বসে থাকা যাবে না অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে
হবে। কারণ এরকম ব্যথা যখন অনুভব হয় তখন সেটা আর স্বাভাবিক ব্যথা থাকে না
এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই এ ধরনের ব্যথা হলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং
ভালো গাইনি বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করতে হবে।
গর্ভাবস্থায় পেট ব্যথা হলে করণীয়
গর্ভাবস্থায় পেট ব্যথা হলে করণীয় বিভিন্ন ধরনের রয়েছে। অনেক মহিলা আছেন
যারা গর্ব অবস্থায় অনেক সময় পেটে ব্যথা অনুভব করেন যা খুবই সাধারণ একটি বিষয় এ
বিষয়টি নিয়ে অতি চিন্তিত হওয়ার তেমন কিছু নেই। কিন্তু আপনি যদি অন্যান্য
সমস্যার সাথে ব্যথা অনুভব করেন যেমন রক্তপাত এর সাথে ব্যথা তাহলে অবশ্যই
তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় পেটব্যথা হলে করণীয়।
আসুন জেনে নেই।
-
গর্ভাবস্থায় যদি পেট ব্যথা হয় তাহলে সুন্দরভাবে বসতে হবে বা শুতে হবে যেন
পেটের ওপর খুব বেশি আঘাত বা চাপ না লাগে অবশ্যই প্রান্তি করনের সাথে ওঠা-বসা
করতে হবে।
-
সব সময় প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে এবং ফাইবার সমৃদ্ধ ও সুষম খাদ্য
গ্রহণ করতে হবে কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা হজমের সমস্যা এগুলো যাতে খাবারের
মাধ্যমে প্রতিরোধ করা যায় সেদিকে নজর রাখতে হবে।
-
ভালোভাবে বিশ্রাম নিতে হবে আবার একটু চলাফেরা হাঁটাহাঁটি করতে হবে কখনোই
একেবারে অনেকক্ষণ ধরে শুয়ে থাকাও যাবেনা আবার শুধু হাটাহাটিও করা যাবে
না।
-
কিছু হালকা শরীরচর্চা যেমন প্রসব পূর্ব যোগ ব্যায়াম হাটা এগুলো করলে
আপনার পেসিকে নমনীয় রাখতে সাহায্য করে যা পেট ব্যথা কমানোর জন্য
খুবই কার্যকরী একটি পদ্ধতি।
শেষ কথাঃ গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
গর্ভাবস্থায় পেট শক্ত হওয়ার কারণ কি তা আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন
। গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া এটি কোন অস্বাভাবিক বিষয় নয় এটি একটি
স্বাভাবিক বিষয়। সন্তান প্রসবের আগে বিশেষ করে পেট শক্ত হয়ে
থাকে। জরায়ু সংকোচন প্রসারণের কারণে পিঠে অনেক সময় ব্যথা অনুভব হতে পারে
বা পেট শক্ত হয়ে যেতে পারে। তাই এ বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার
কারণ নেই।
প্রিয় ভিজিটর আশাকরি এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। পোষ্টির মধ্যে
কোথাও যদি ভুল ত্রুটি দেখতে পান তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন । যে
বিষয়টি আপনারা আমাদের অবগত করবেন পরবর্তীতে আমরা তার সংশোধন করার চেষ্টা করব
ইনশাআল্লাহ। আমাদের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করতে থাকুন ধন্যবাদ।
ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url