গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ

গর্ভাবস্থায় পানি কম খেলে কি হয়গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ কি তা সম্পর্কে হয়তো অনেক গর্ভবতী মহিলারাই জানেন না। তাই অনেক সময় যখন তাদের বাম পাশে ব্যথা হয় তখন তারা অনেক ঘাবড়ে যায়। তাই আজকে আমি এই পোস্টটিতে গরবস্থায় কেন পেটের বাম পাশে ব্যাথা হয় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
গর্ভাবস্থায়-পেটের-বাম-পাশে-ব্যথা-হওয়ার-কারণ
গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হয় কেন? এবং ব্যথা হলে আমাদের করনীয় বা কি? এই বিষয়গুলো জানতে হলে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক।

পেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ

গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ

গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথার কারণ সম্পর্কে হয়তো অনেক গর্ভবতী মহিলাই জানেন না। চিন্তার কোন কারণ নেই এই পোষ্টটি পড়ার পর আপনি খুব সহজে জেনে যাবেন গরবস্থায় পেটের বাম পাশে কেন ব্যথা হয় তো চলুন জেনে নেওয়া যাক। গর্ভবতী মহিলার সাধারণত পেট, পিঠ, কোমর, স্তন, তলপেট, এবং শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা অনুভূত হয়। কিছু গর্ভবতী মহিলার পেটের বাম পাশে ব্যথা অনুভূত হয়। 
যেসব কারণে পেটের বাম পাশে ব্যাথা হয় তা হল ডাইভারটিকিউলিটিস এর সাথে সংযুক্ত জ্বর, মলত্যাগের অভ্যাস এর পরিবর্তন, মাঝে মাঝে মলের সঙ্গে রক্ত বের হওয়া, এবং অন্যান্য উপসর্গ নিয়ে এটি হাজির হয় যার ফলে ব্যথার অনুভূত হয়। গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার আরেকটি কারণ হলো বদহজম। গর্ভাবস্থায় বদহজম খুবই স্বাভাবিক একটি বিষয়। বদহজম হলে পেটে অস্বস্তি সৃষ্টি হয় খাওয়ার পরে পেট ভরা মনে হয়।

পেট ফাঁপা মনে হয়, অন্তরে জ্বালাপোড়ার অনুভূত হয়, এবং ঘন ঘন ঢেকুর ওঠে। বদহজম হওয়ার অন্যতম কারণ হলো ডায়েট, উদ্বিগ্নতা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, প্রেগনেন্সি অথবা বিভিন্ন রোগের কারণে বদ হজম হতে পারে। গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার আরো একটি অন্যতম কারণ হতে পারে অভারিয়ান সিস্ট। অনেক নারী বুঝতে পারে না তাদের পেটের মধ্যে অভারিয়ান সিস্ট রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পেলভিক পেইনে ব্যাথা হতে পারে।

যদি বাম পাশের ব্যথা তীব্র হয় সে সঙ্গে জ্বর মাথা ঘোরা দ্রুত শ্বাসক্রিয়া চলে, তাহলে তা ফেটে যাওয়া সিস্ট নির্দেশনা করতে পারে। এরকম অবস্থাতে গর্ভবতী মহিলাদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। পেটের বাম পাশে ব্যথা হওয়ার আরো একটি কারণ হতে পারে গ্যাস্ট্রাইটিস। গর্ভাবস্থায় পাকস্থলীর স্তরে প্রদাহ বেড়ে যায় যার সঙ্গে গ্যাস্ট্রাইটিস শব্দটি জড়িত। কোন ইনফেকশন অথবা অ্যালকোহল পানির কারণে এ ব্যথা হতে পারে। আশা করি এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি জানতে পেরেছেন গর্ভাবস্থায় কেন পেটের বাম পাশে ব্যথা হয়।

গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হয় কেন

গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে কেন ব্যথা হয় এ সম্পর্কে অনেক গর্ভবতী মহিলারাই জানেন না। তাই তাদের তলপেটে যখন ব্যথা অনুভূত হয় তখন তারা অনেক ঘাবড়ে যায় বা ভয় পায়। ঘাবড়ানোর কোন প্রয়োজন নেই কারণ গর্ভাবস্থায় প্রথম মাসের দিকে তলপেটে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। কেননা গর্ভাবস্থায় নানা কারণে পেট ব্যথা হয়ে থাকে। কারণ ইউটেরাস নিজেই সংকুচিত প্রচলিত হতে থাকে। ফলে সে কারণেও তলপেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে।

এ ধরনের ব্যথা খুব বেশিক্ষণ অনুভূত হয় না কিছুক্ষণ হওয়ার পরে স্বাভাবিক হয়ে যায়। তবে ব্যথাটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে বা ব্যথাটা তীব্র পরিমাণে হচ্ছে ফলে কোন ধরনের কাজ করতে পারছেন না বা বিছানায় গড়াগড়ি করছেন তখন কিন্তু ব্যথাটাকে অস্বাভাবিক ব্যথা বলে মনে করা হয়। অনেক সময় ইনফেকশনের কারণে তলপেটে ব্যথা অনুভূত হয়। অনেক মহিলারা তখন ঘন ঘন টয়লেটে যায়। বা বারবার প্রসাব করার ইচ্ছা অনুভূত হয় কিন্তু প্রসাব করতে গিয়ে জ্বালাপোড়া হয়। এ ধরনের ব্যাথ্যা মূলত ইনফেকশন এর কারণে হয়ে থাকে।

অনেক সময় কোষ্ঠকাঠিন্যর কারণেও তলপেটে ব্যথা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের ব্যথাটা ডান সাইডের দিকে অনুভূত হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে জরায়ুতে টিউমার রয়েছে কিন্তু গর্ভবতী মহিলা আগে থেকে কোন কিছু জানতেন না সেটার কারণেও কিন্তু অনেক সময় তলপেটে ব্যথা অনুভূত হতে পারে এবং এ ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তেই থাকে। আশা করি এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় প্রথম দিকে তলপেটে কেন ব্যথা হয়।

গর্ভাবস্থায় তৃতীয় মাসে তলপেটে ব্যথা হয় কেন

গর্ভাবস্থায় তৃতীয় মাসের তলপেটে ব্যথা হয় কেন এটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে ব্যাথা টি কখন অনুভূত হয়? যদি ব্যথাটি গর্ভাবস্থার প্রথম সময়কালীন এর দিকে হয় তাহলে ব্যথা হওয়ার কিছু কারণ রয়েছে। যেমন খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো একটপিক প্রেগনেন্সি। তৃতীয় মাসের দিকে তলপেটে ব্যথা হওয়ার আরো একটি কারণ হতে পারে গর্ভপাত বা প্রস্রাবের ইনফেকশন।

গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার তৃতীয় মাসে প্রায় ১০%-২৫% মহিলার এই ধরনের ব্যথা অনুভূত হয়। এটি সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে এবং একে অপরকে অনুসরণকারী হরমোনাল পরিবর্তনের কারণে ঘটে। এটি অনেক সময় নিরীহ এবং পরবর্তীতে এটি উন্নতি পায়, তবে ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু যদি শেষের দিকে পেটের ব্যথা অনুভূত হয় ধরুন ৭ মাস বা ৮ মাস সে সময় পেটে ব্যথা হচ্ছে তখন যেটা হতে পারে এটা বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে যাওয়ার জন্য এরকম ব্যথাটা অনুভূত হতে পারে এ ক্ষেত্রে ঘাবড়ানোর কোন প্রয়োজন নেই।

গর্ভাবস্থায় ৫ মাসে তলপেটে ব্যথা হয় কেন

গর্ভাবস্থায় ৫ মাসে তলপেটে ব্যথা হয় কেন এ প্রশ্নটি অনেক গর্ভবতী মহিলারাই করে থাকেন। ৫ মাসে তলপেটে ব্যথা হওয়ার কারণ মূলত এ সময় স্ট্রোসিস এর সাইজ বৃদ্ধি পায় ফলে তলপেটে ব্যথা অনুভূত হয়। এই সময় বাচ্চা পানি ফুল ইউটেরাস কে প্রচুর চাপ প্রয়োগ করে যার ফলে তল পেটে ব্যথা অনুভূত হয়। তলপেটে ব্যথা হওয়ার কমন একটি কারণ হলো ইউরিন ইনফেকশন। আপনাদের এ ব্যথার সাথে যদি প্রস্রাবের জ্বালাপোড়া বাব প্রসাব করার পর ব্যথাটা আরো বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝে নিতে হবে এটি ইউরোল ইনফেকশন এর ফলে ঘটছে।
গর্ভাবস্থায়-৫-মাসে-তলপেটে-ব্যথা-হয়-কেন
এ ধরনের ব্যথা গুলো অনুভূত হলে অবশ্যই আপনাকে এন্টিবায়োটিক গ্রহণ করতে হবে অথবা আপনি ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করতে পারেন। গর্ভাবস্থার পঞ্চম মাসে গর্ভাশয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই সময় জরায়ুকে ধরে রাখা রাউন্ড লিগামেন্ট নামে পরিচিত টিস্যুগুলো টান পড়ে এবং প্রসারিত হয়। এই কারণে অনেক মহিলার তলপেটে হালকা থেকে তীব্র ব্যথা হতে পারে। American Pregnancy Association-এর মতে, এটি গর্ভাবস্থার মধ্যবর্তী সময়ে (দ্বিতীয় ত্রৈমাসিক) বেশি হয় এবং সাধারণত সামান্য নড়াচড়া বা হঠাৎ অবস্থান পরিবর্তনের সময় ঘটে।

গর্ভাবস্থায় পেট ব্যথার দোয়া 

গর্ভাবস্থায় পেট ব্যথার অনেক দোয়া রয়েছে। যে দোয়া গুলো আপনি নিয়মিত আমল করলে আপনার পেট ব্যথা দ্রুত ভালো হবে ইনশাল্লাহ। জেনে নিন কোন দোয়া গুলো আমল করলে গর্ভাবস্থায় পেটব্যথা কমে যায়। নিচে পেট ব্যথার কিছু দোয়া তুলে ধরা হলো যে দোয়াগুলো আপনি নিয়মিত আমল করলে পেট ব্যথা থেকে মুক্তি পাবেন।
  • "আযহিবিল বা'সা, রাব্বান নাসি, ওয়াশফি, আন্তাশ শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউকা, শিফা’আ লা ইউঘাদিরু সাকামা।"
  • "বিসমিল্লাহ" (৩ বার),
    "আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু" (৭ বার)।
  • অথবা ব্যথার স্থানে সূরা ফাতিহা পড়ে আপনি সাতবার ফু দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্যথা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন।

গর্ভাবস্থায় তলপেট ভারী লাগে কেন

গর্ভাবস্থায় তলপেট ভারী লাগে কেন? এ প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই এই পোস্টে গর্ভাবস্থায় তলপেট ভারি লাগার কারণগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। গর্ভাবস্থায় তলপেট ভারি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। গর্ভাবস্থায় তলপেট ভারী লাগতেই পারে। মহিলাদের প্রেগনেন্সির আগে জরায়ু অনেক ছোট থাকে। যার দৈর্ঘ্য সাত দশমিক ৫ সেন্টিমিটার হয়ে থাকে। এটা গর্ভবতী মহিলারা অনুভব করতে পারে না। আরো জানতে এখানে ক্লিক করুন

প্রেগনেন্সি অ্যাডভান্স হওয়ার সাথে সাথে জরায়ু বড় হতে শুরু করে। এবং পরবর্তীতে এক সময় দেখা যায় এটি বুকের খাজার নিচ পর্যন্ত পৌঁছায়। তাই সে ক্ষেত্রে গর্ভবতী মহিলারা অনেক সময় অস্বস্তি অনুভব করে থাকে। বেশি পরিমাণে কাজ করার ফলে তলপেটে ব্যথা বা ভারী ভারী ভাব লাগতে পারে। তো আপনি যদি এরকম ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই আপনাকে রেস্ট নিতে হবে। তাই ভয় পাওয়ার কিছু নেই যখন আপনার তলপেট ভারী অনুভূত হবে তখন আপনি দ্রুত বিশ্রাম নিয়ে নেবেন।

গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে কি হয়

গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে কি হয় জানেন কি? না জানলেও চিন্তার কোন কারণ নেই। কেননা আমাদের এই পোস্টটিতে গর্ব করেন সময়ে পেটে আঘাত লাগলে কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। জেনে নিন গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে কি কি ক্ষতি হয়। গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে প্লাসেন্টা অ্যাব্রাপশন হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে প্লাসেন্টা জরায়ুর দেয়াল থেকে আংশিক বা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়।
গর্ভাবস্থায়-পেটে-আঘাত-লাগলে-কি-হয়
এটি মায়ের রক্তপাত ও গর্ভস্থ শিশুর অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে, তীব্র আঘাতের ফলে গর্ভপাত, প্রি-টার্ম লেবার এবং শিশুর জন্মের সময় কম ওজন হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ২০১৫ সালে করা একটি গবেষণায় বলা হয়েছে, প্রায় ১-৫% গর্ভবতী নারী পেটে আঘাতজনিত সমস্যার মুখোমুখি হন। তাই এ ধরনের পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। তাই গর্ভকালীন সময়ে সকল নারীর খুব সাবধানে চলাফেরা করা উচিত।

প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ কি?
উত্তরঃ লিগামেন্ট টান ধরার কারণে।

প্রশ্নঃ গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হয় কেন?
উত্তরঃ গর্ভাশয়ে ভ্রূণের সংস্থাপনজনিত কারণে।

প্রশ্নঃ গর্ভাবস্থায় পেট ব্যথার দোয়া কি?
উত্তরঃ "আযহিবিল বা'সা, রাব্বান নাসি, ওয়াশফি, আন্তাশ শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউকা, শিফা’আ লা ইউঘাদিরু সাকামা।"

প্রশ্নঃ গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে কি হয়?
উত্তরঃ গর্ভপাত হয়ে যার আশঙ্কা বেড়ে যায়।

প্রশ্নঃ গর্ভাবস্থায় ৫ মাসে ব্যথা হয় কেন?
উত্তরঃ গর্ভাশয়ের বৃদ্ধি, লিগামেন্টে টান বা গ্যাসের কারণে।

শেষ মন্তব্যঃ গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ

গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ কি তা সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন। গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়া বেশ সাধারণ, তবে যদি ব্যথা তীব্র বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। গর্ভবতী মহিলাদের জন্য সঠিক বিশ্রাম, সুষম খাদ্য এবং নিয়মিত চিকিৎসা একান্তই প্রয়োজনীয়। গর্ভাবস্থায় প্রত্যেক মহিলাদের খুবই সচেতনতার সাথে চলাফেরা করতে হবে।

প্রিয় পাঠক আশা করি এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগছে। পোস্টটির মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি দেখতে পান তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং বিষয়টি আমাদের অবগত করবেন পরবর্তী তে আমরা তার সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পোস্টের নিচে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করতে ভুলবেন না। আর প্রতিদিন এরকম নিত্য নতুন তথ্যবহুল পোস্ট করার জন্য নিয়মিত আমাদের এই ওয়েবসাইট থেকে ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url