চিয়া সিড খেলে কি হয়শিমুল মূল খাওয়ার উপকারিতা হয়তো আপনাদের অনেকেরই অজানা। শিমুল মূল হলো
একটি বহুল পরিচিত ঔষধি উদ্ভিদ। এই গাছের মূলে অনেক ধরনের ঔষধি গুনাগুন
বিদ্যমান। শিমুল মূলকে অনেকে অনেক ভাবে চিনে থাকে বা ডেকে থাকে। অনেকের
ভাষায় শিমুল মূলকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম হল ''Bombax
Ceiba''।
শিমুল গাছের উচ্চতা ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত হয়ে থাকে। বিশেষ করে
ইন্দোনেশিয়া, হংকং, দক্ষিণ চীন, তাইওয়ান, এই সকল অঞ্চলে এই
গাছের ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে। বিশেষ করে ছোট শিমুল গাছের মাটির নিচের
অংশ শিমুল মূল হিসেবে পরিচিত। বিশেষ করে শহরের তুলনায় গ্রাম অঞ্চলের দিকে
এই গাছের উপস্থিতি বেশি চোখে পড়ে।
পেজ সূচিপত্রঃ শিমুল মূলের উপকারিতা
শিমুল মূল খাওয়ার উপকারিতা
শিমুলমুল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে আসুন কি কি ধরনের উপকার রয়েছে আমরা উক্ত
আর্টিকেলের মাধ্যমে তা জেনে নেই।
-
যারা বেশি সময় ধরে রক্ত আমশায় ভুগে থাকে তারা যদি নিয়ম করে কয়েক দিন শিমুল
মূলের সাথে ছাগলের দুধ পান করে থাকে তাহলে খুব ভালো ফলাফল পেয়ে থাকে।
-
অনেক সময় আমাদের ফোড়া দেখা যায়। এটি অধিক ব্যথা দায়ক এটি থেকে মুক্তি
পেতে হলে শিমুল মূল অথবা গুঁড়া দিয়ে পেস্ট তৈরি করে যদি আক্রান্ত স্থানে
লাগানো হয় তাহলে দ্রুত আরোগ্য লাভ করা যায়।
-
অনেক সময় মহিলাদের অতিরিক্ত রক্তচাপ দেখা দেয় যা অনেক বড় ধরনের সমস্যার
সম্মুখীন করতে পারে । এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই খালি পেটে
এটি খেলে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
-
বর্তমানে অনেকের মেছতার সমস্যা রয়েছে এই মেছতার সমস্যা থেকে মুক্তি দিতে শিমুল
মূল পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এটি সঠিক ব্যবহার
জানতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।
-
বর্তমানে অনেকের শারীরিক দুর্বলতা ও যৌন অক্ষমতা রয়েছে এগুলো দূর করার জন্য
শিমুল মূলের সাথে পাউডারের সাথে মধু মিশিয়ে খেলে খুব ভালো উপকার পাওয়া
যায়।
-
শিমুল মূলে এমন এক উপাদান রয়েছে যা পুরুষের শুক্রাণু অনেক গুণ বৃদ্ধি করতে
সহায়তা করে।
- মায়ের বুকের দুধ বৃদ্ধিতে এটি সাহায্য করে থাকে
-
অনেকের ব্রণের সমস্যা দেখা দেয় এই সমস্যা দূর করতে সাহায্য করে থাকে এই শিমুল
মূল।
-
অনেক মানুষ রয়েছে যারা অপুষ্টিতে ভুগছে তাদের জন্য শিমুল মূল খুবই উপকারী।
শিমুল মূল কি
শিমুল গাছ চিনি না এরকম মানুষ পাওয়াই দুষ্কর আমরা কম বেশি সকলে শিমুল গাছের সাথে
পরিচিত একে আবার অনেকে তুলা গাছ বলে থাকে। অনেকে তোলা গাছ বলে থাকে। এই
গাছের মাটির নিচে যে অংশটি থেকে থাকে তাকে আসলে শিমুল মূল বলা হয়। শিমুল
মূল বলতে যে কোন বয়সের গাছের মূলকেই বোঝায় না। শিমুল গাছ ছোট অবস্থায়
মাটির নিচে এর চেয়ে মুলটি বেড়ে ওঠে এটি শিমুল মূল।
ছোট শিমুল গাছের নিচে এক ধরনের কচি রসালো একটি মূল পাওয়া যায় যা খাওয়ার
উপযুক্ত মূলত এটি হলো শিমুল মূল। একটি এক বছর বয়সী বা তার চেয়ে কম বয়সের
একটি শিমুল গাছ টান দিয়ে তুললে তাহলে তার নিচে একটি লম্বা মূল দেখতে পাওয়া
যায় এই মূলটি আমরা ব্যবহার করি শিমুল মূল হিসেবে।
শিমুল মুল খাওয়ার নিয়ম
শিমুল মুল খাওয়ার নিয়ম হয়তো আমরা অনেকে জানি না। যদি কোন জিনিস আমরা
কিভাবে খেতে হয় তা না জানি তাহলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কোন
কিছু খাওয়ার পূর্বে তা খাওয়ার নিয়ম আমাদের সকলের জন্য জানা জরুরী। তেমনি
শিমুল মূল খাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে ।আসুন আমরা জেনে নেই কিভাবে শিমুল মূল
এর পাউডার খুব সহজে খাওয়া যায়।
-
শিমুল মূল পাউডার যদি কয়েক চামচ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে অনেক
ভালো ফলাফল পাওয়া যায়।
-
শিমুল মূলের পাউডার এক কাপ পানি এবং এক চামচ পাউডার একত্রে মিশিয়ে খেলে এর
ভালো গুনাগুন রয়েছে।
-
এইগুলো আপনি দুই থেকে তিন চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারবেন কেননা এটি
শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি কেউ অপুষ্টুতে ভুগে থাকেন তাহলে
এভাবে খেলে তার দুর্বলতা কেটে যায়। তাই আমরা বলতে পারি শিমুল মূল খাওয়ার
উপকারিতা অনেক বেশি।
শিমুল মূল কাঁচা খেলে কি হয়
শিমুল মূল কাঁচা খেলে কি হয় এটা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আবার যদি কেউ
জেনে থাকে যে শিমুল মূল কাঁচা খেলে কি হয় তাহলে সেটা আবার অন্যের সাথে কেউ
শেয়ার করতে লজ্জা মনে করে কারণ এটি হলো একটি গোপন রোগের ঔষধ। অনেকে মনে
করেন যদি এটি অন্যের সাথে শেয়ার করা হয় তাহলেও তারাও এ বিষয়টি জেনে
যাবে। তাই চিন্তার কোন কারণ নেই এখানে আমি আপনাদেরকে শিমুল মূল কাঁচা খেলে
কি হয় তা উক্ত আর্টিকালের মাধ্যমে জানিয়ে দিব।
শিমুল মূলের পাউডার যেমন খুবই উপকারী তেমন এটি কাঁচা খেলেও অনেক ধরনের উপকার মিলে
থাকে। কেউ যদি শিমুল মূল কাঁচা চিবিয়ে খায় তাহলে তার শরীরের বিভিন্ন ধরনের
ভিটামিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ও ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে
যায়। যা অনেক ধরনের ঔষধ গ্রহণের ফলেও মেলেনা তবে শিমুল মূল খাওয়ার কারণে
খুব সহজেই এই ধরনের সকল উপাদান পাওয়া যায়।
আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হল পেনিস যদি তা দুর্বল যদি হয়ে
যায় বা বিজ্র পাতলা হয়ে যায় তাহলে এই কাঁচা মূল খাওয়ার মাধ্যমে
সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কোন ব্যক্তি যদি এক সপ্তাহ মতো প্রতিদিন
এই কাঁচা মুল চিবিয়ে খায় তাহলে সে একটি ভালো ফলাফল পেয়ে থাকবে। তাই আমরা
নিঃসন্দেহে বলতে পারি শিমুল মূল খাওয়ার উপকারিতা অনেক বেশি সেটি পাউডার হোক বা
কাচা হোক।
শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া
শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া বা নেতিবাচক প্রভাব রয়েছে। কোন
কিছুর উপকার জানার সাথে সাথে তার কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা আমাদের
সকলের জানা দরকার। কেননা নেতিবাচক প্রভাব জানা থাকলে এর উপকার গ্রহণ করতে
সুবিধা হবে। যদিও এটি প্রাকৃতিক একটি ওষুধ হওয়ায় তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া
দেখা যায় না।
তবে অনেক মানুষ রয়েছে যাদের ব্যক্তিগত কারণে এবং নিয়ম অনুযায়ী ব্যবহার না করার
ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। এতে করে উপকারিতার বদলে
অনেক সময় অপকারিতা দেখা দেয়। তাই আসুন আমরা এক নজরে দেখে নেই শিমুল মূলের
কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
-
এমন অনেক মানুষ রয়েছে যাদের শিমুল মূল খাওয়ার ফলে অ্যালার্জিজনিত সমস্যা দেখা
দিয়ে থাকে
-
যদি কেউ বেশি মাত্রায় শিমুল মূল গ্রহণ করে থাকে তাহলে তার বদহজম, পেট ফাঁপা,
পেট ব্যথা, ডায়রিয়া, ইত্যাদি হতে পারে।
-
মাত্রা অতিরিক্ত সেবনের ফলে অনেক সময় মাথা ঘুরতে পারে ও বমি বমি ভাব হতে
পারে।
-
গর্ভবতী মহিলাদের সতর্ক থাকতে হবে কেননা এটি গ্রহণের ফলে অনেক
সময় গর্ভপাতের সম্ভাবনা থাকে এবং জরায়ুর সংকোচন বাড়াতে পারে।
-
শিমুল মূল অনেকদিন যাবত ব্যবহার করলে বা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
করলে শরীরের ক্ষতি হতে পারে।
শিমুল মূল খালি পেটে খাওয়ার উপকারিতা
শিমুল মূল খালি পেটে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যদি কোন মানুষ খালি পেটে
শিমুল মূল খেয়ে থাকে তাহলে অনেক উপকার মেলে। ইতিমধ্যে শিমুল মূল কাঁচা
খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি এবার খালি পেটে শিমুল মূল খাওয়ার
উপকারিতা সম্পর্কে জানব ইনশাল্লাহ। আসুন আমরা জেনে নেই শিমুল মূল খালি পেটে
খেলে আমাদের শরীরের উপর কি কি ইতিবাচক প্রভাব গুলো ফেলে।
-
খালি পেটে শিমুল মূল খাওয়ার ফলে এটি আমাদের শরীরের মধ্যে ইস্ট্যামিনা ও
শক্তি বৃদ্ধি করতে ব্যাপকভাবে সাহায্য করে থাকে যার ফলে আমাদের শরীরের ক্লান্তি
দূর হয়ে যায়। আর শরীর হয়ে ওঠে এনার্জিটিক ।
-
কেউ যদি খালি পেটে শিমুল মূল খায় তাহলে তার গ্যাসের সমস্যা ও বদ হজমের সমস্যা
দূর হয়
-
খালি পেটে শিমুল মূল খাওয়ার ফলে শরীরের বিষাক্ত পদার্থ গুলো বাইরে বের করে
দিতে সাহায্য করে
- এটি লিভার ও কিডনির জন্য খুবই উপকারী একটি ঔষধি উদ্ভিদ
-
এটি ত্বকের সৌন্দর্য বর্ধন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
থাকে।
-
অনেক ক্ষেত্রেও ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তুলা গাছের মূল খেলে কি হয়
তুলা গাছের মূল খেলে কি হয় এ বিষয় সম্পর্কে আমরা অনেকে জানি না। শিমুল মূল
খাওয়ার উপকারিতা অনেক বেশি শিমুল মূল কে আবার তুলা গাছের মূল বলা হয়ে
থাকে। কেউ যদি নিয়মিত এই মূল খেয়ে থাকে তাহলে তার শুক্রাণুর সংখ্যা বেড়ে
যায় এবং সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। শিমুল মূল বা তুলার গাছের মূল এ
প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
যদি কোন ব্যক্তির শারীরিক দুর্বলতা থেকে থাকে তাহলে তার দুর্বলতা দূর করার জন্য
তুলা গাছের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।বর্তমানে এমন অনেক মানুষ
রয়েছে যাদের যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতার মতো সমস্যার সম্মুখীন তাদের
ক্ষেত্রে তুলা গাছের মূল এর পাউডার খুবই উপকারী।এক্ষেত্রে তুলা গাছের মূল এর
পাউডার এর সাথে মধু মিশিয়ে খেলে প্রতিদিন খুব ভালো ফলাফল পাওয়া যায়। আরো
জানতে
এখানে ক্লিক করুন
অনেক মানুষ রয়েছে যারা প্রায়ই রক্ত আমাশায় ভুগে থাকে। আর এ ধরনের সমস্যা
থেকে পরিত্রাণ পেতে এই তুলা গাছের মূলের পাউডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে থাকে। এক্ষেত্রে খাওয়ার নিয়ম হলো ছাগলের দুধের সাথে তুলা গাছের
মুলের পাউডার মিশিয়ে পান করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। আসলে
শিমুল মূল খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না।
তুলা গাছের মূল স্নায়বিক দুর্বলতা দূর করতে সাহায্য করে থাকে। যৌন
শক্তিবর্ধক তুলা গাছের মূল কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়ার ফলে পুরুষদের যৌন
শক্তি বৃদ্ধি পায় এবং সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং যদি তরল
হয়ে থাকে তাহলে কিছুদিন এটির মূল চিবিয়ে খেলে বীর্য ঘন হয়ে যায়। খাবার
কেউ যদি সহবাসের সময় দীর্ঘক্ষণ না থাকতে পারে সেক্ষেত্রে তেঁতুল বীজের
গুড়া অশ্বগন্ধা এবং তুলা গাছের মূল এর পাউডার একত্রে মিস করে খেলে তা দীর্ঘসময়
ধরে স্ত্রী সহবাস করতে পারে।
শিমুল মূল কখন খাওয়া উচিত
শিমুল মূল সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঔষধি ভেষজ। তাই এতে খুব বেশি সাইড ইফেক্ট
নেই এটা খাওয়ার জন্য নির্দিষ্ট কোন সময় ধরা বাধা নেই তবে। কেউ কেউ চাইলে সকালে
খালি পেটে খেতে পারেন কিন্তু সকালে অথবা রাতে ভরা পেটেও খেতে পারেন এতে কোন
সমস্যা নেই। এটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে এক গ্লাস নরমাল পানিতে অথবা দুধের সাথে
মিশিয়ে ঘুমানোর পূর্বে সেবন করে নিতে পারেন।
আবার কোন কোন ক্ষেত্রে পুরুষ মানুষ যদি তার গোপন সমস্যার জন্য সকালে খালি
পেটে শিমুল গাছের কাঁচা মূল চিবিয়ে খায় তাহলেও অনেক ভালো উপকার পাওয়া
যায়। তবে সকালে অথবা রাতে ভরা পেটে খেলেও ভালো কাজ করে থাকে এটা নিয়ে
দ্বিধা দ্বন্দ্বের কোন দরকার নেই। শিমুল মুল খাওয়ার উপকারিতা অনেক বেশি যদি আমরা
তা সঠিক নিয়মে গ্রহণ করে থাকি।
শেষ কথা
শিমুল মূল খাওয়ার উপকারিতা ও নিয়ম, শিমুল মূলের পার্শ্বপ্রতিক্রিয়া সহ এতক্ষণে
শিমুল মূল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শিমুল
মূল আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ঔষধি ভেষজ। এটি গ্রহণের ফলে আমরা অনেক
ধরনের উপকার পেয়ে থাকি। কিন্তু এই উপকারগুলো গ্রহণ করার পূর্বে এর পার্শ্ব
প্রতিক্রিয়া গুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে যদিও এটি তেমন বেশি
পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তাই আপনাদের যদি এই উপকারগুলো পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের
পরামর্শ অনুযায়ী আজ থেকে শিমুল মূল খাওয়া শুরু করতে পারেন। কেননা এটি
গ্রহণের ফলে অনেক ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। আপনাদের যদি উক্ত
আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন
না। কারন আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন বিষয়ে পোস্ট আপলোড করে
থাকি। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url