শিমুল মূল খাওয়ার উপকারিতাবাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার কোম্পানির ঔষধের নাম সকলেরই জানা
উচিত। কেননা ছোট বাচ্চারা যে কোন সময় সর্দি-কাশি তে আক্রান্ত হতে পারে তাই
হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ থাকলে তাদেরকে দ্রুত খাওয়ানো যেতে
পারে। আমাদের এই উক্ত আর্টিকেলে বাচ্চাদের সর্দি-কাশির অ্যান্টিবায়োটিক
ঔষধের নাম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আপনি যদি প্রতিটা ওষুধের নাম জানতে চান তাহলে অবশ্যই উক্ত আর্টিকেলটি খুব মনোযোগ
সহকারে পড়তে হবে। যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে অনায়াসে আপনার প্রশ্নের উত্তর
খুব সুন্দর ভাবে পেয়ে যাবেন। তাহলে আসুন দেরি না করে আমরা জেনে নেই
বাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার কোম্পানির ওষুধের নাম গুলো।
পেজ সূচিপত্রঃ বাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার
বাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার
বাচ্চাদের সর্দি কাশির সিরাপ এর জন্য স্কয়ার কোম্পানির সিরাপ খুবই
জনপ্রিয়। বলা যায় শুধু বাচ্চাদের নয় সকল বয়সের ক্ষেত্রে স্কয়ার কোম্পানির
ওষুধ খুব জনপ্রিয় বা ব্র্যান্ড। বাজারে প্রচুর স্কয়ার কোম্পানির সিরাপের
চাহিদা রয়েছে। কেননা এটি একটি বিশ্বস্ত কোম্পানী। নিচে কিছু বাচ্চাদের
সর্দি কাশির সিরাপ এর নাম তুলে ধরা হলো।
-
TUSQ DX Syrup: এটি সর্দি, কাশি এবং শ্বাসনালির
অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়। TUSQ DX একটি কম্বিনেশন সিরাপ যা কাশি কমাতে
সাহায্য করে এবং শ্বাসনালিতে জমে থাকা শ্লেষ্মা সরাতে সাহায্য করে।
-
TUSQ 100 Syrup: TUSQ 100 সিরাপ শ্বাসতন্ত্রের
বিভিন্ন সমস্যা যেমন সর্দি, কাশি এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমাতে
ব্যবহৃত হয়। এটি ব্যথানাশক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যসম্পন্ন।
-
CofQ Syrup: CofQ সিরাপ কাশি এবং সর্দির জন্য একটি
কার্যকরী সিরাপ যা বিশেষভাবে বাচ্চাদের জন্য তৈরি। এটি শ্বাসনালির
শ্লেষ্মা কমাতে সহায়তা করে এবং কাশি উপশমে সাহায্য করে।
-
Tus-Q Air Syrup: Tus-Q Air সিরাপ মূলত কাশি এবং
শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত। এটি শ্বাসতন্ত্রের সমস্যা এবং বাচ্চাদের মধ্যে
কাশির উপসর্গকে শান্ত করতে সাহায্য করে।
বাচ্চাদের জ্বর সর্দির কাশির ওষুধের নাম
বাচ্চাদের জ্বর সর্দির কাশির ওষুধের নাম সকলের জানা উচিত। কেননা
বাচ্চাদের অসুখের মধ্যে সবচেয়ে বেশি জ্বর সর্দির সমস্যা বেশি হয়ে থাকে ও কাশির
সমস্যা বেশি হয়। আবহাওয়ার তার তম্যের জন্য বাচ্চাদের সর্দি কাশির সমস্যা
বেশি দেখা দিয়ে থাকে। অনেক সময় ঠান্ডার জন্য সর্দি লেগে যায় আবার
অতিরিক্ত গরমের জন্য সর্দির সমস্যা দেখা দেয়। তাই আবহাওয়ার পরিবর্তনের ফলে
সর্দি কাশির প্রকোপ বেশি দেখা দিয়ে থাকে।
আবহাওয়া যদি পরিবর্তন হয় তাহলে বাচ্চাদের জোরে ফ্যানের বাতাসে রাখা হয় তাহলে
জীবাণু খুব দ্রুত বাচ্চাদের শরীরে প্রবেশ করে আক্রান্ত করে। আবার মায়ের যদি
ঠান্ডা জনিত সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু বাচ্চা আক্রান্ত হওয়ার সম্ভাবনা
অনেক বেশি থাকে। তবে বাচ্চাদের সর্দি-কাশি সমস্যা বিশেষ করে শীতের মধ্যে
বেশি দেখা দিয়ে থাকে। কারণ বাচ্চারা অনেক দুর্বল চিত্তের হয়ে থাকে এবং তখন
তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে।
তাই বাচ্চারা খুব দ্রুত যেকোনে রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে সর্দি-কাশিতে
খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়। বাচ্চারা যদি সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত
হয়ে যায় তাহলে যতটা সম্ভব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কেননা
সর্দি কাশি বেশি হওয়া থেকে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে
যায়। উক্ত আর্টিকেলে সর্দি কাশির কিছু ওষুধের নাম হয়তো আমি
আপনাদেরকে জানাবো তবে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব সময় বাচ্চাকে
ওষুধ খাওয়াবেন। বাচ্চাদের জ্বর সর্দি কাশির ওষুধের নাম নিচে দেওয়া
হল।
- রেমোকফ
- এবেক্স
- তুসকা প্লাস
- ই -কফ
- এমব্রক্স
- এডোলেফ
- এডোভাস
- মধুভাস
- টোফেন
- টোটিফেন
- বাসক
- ফেক্সো
- রিকফ
- কিটোমার
- নাপা
- এইচ
- ফাস্ট
বাচ্চাদের সর্দি-কাশির অ্যান্টিবায়োটিক ওষুধের নাম
বাচ্চাদের সর্দি কাশির অ্যান্টিবায়োটিক ওষুধের নাম অনেকে জানতে চান। উক্ত
আর্টিকেলে আমরা বাচ্চাদের সর্দি-কাশির অ্যান্টিবায়োটিকের কয়েকটি নাম বলবো
ইনশাল্লাহ। তবে বাচ্চাদের ওষধের ব্যাপারে সবসময় সর্বদা সতর্ক থাকতে
হবে। কেননা ওষুধ যদি ঠিক মত বাচ্চাকে খাওয়ানো না যায় তাহলে বাচ্চা যে কোন
বিপদের সম্মুখীন হতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রত্যেক
অভিভাবকের জন্য জরুরী।আসুন কয়েকটি এন্টিবায়োটিক ওষুধের নাম জেনে নেওয়া
যাক।
Rofixim syrup-রফিক্সিম সিরাপঃ বাচ্চাদের জ্বর সর্দি কাশির
জন্য এই অ্যান্টিবায়োটিক সিরাপ অনেক বেশি কার্যকারী। যদি কোন বাচ্চার জ্বর
ভালো না হতে চাই বা বুকে অনেক বেশি কফ জমে থাকে কোনমতে কাশি ভালো হয় না সে
ক্ষেত্রে এই সিরাপ খাওয়ালে বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তবে এটি
খাওয়ানোর পূর্বে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা এটি একটি অ্যান্টিবায়োটিক।
Azicin suspension: বাচ্চাদের ঠান্ডা জ্বর সর্দি-কাশির ক্ষেত্রে এই
অ্যান্টিবায়োটিক খুবই ভালো কাজ করে থাকে। এটি পাউডার ফরমেটে থাকার জন্য
প্রথমে কুসুম গরম পানি নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে
তৈরি করে নিতে হবে। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুকে খাওয়াতে
হবে। এটি ছয় মাসের ওপরে বাচ্চাদের থেকে শুরু করে যে কোন বয়সের
মানুষের জন্য প্রযোজ্য।
বাচ্চাদের কাশির সিরাপ কোনটা ভালো
বাচ্চাদের কাশির সিরাপ কোনটা ভালো তা আমরা অনেকে জানি না। আমরা অনেকে এমন
রয়েছে যদি বাচ্চার কাশি শুরু হয় তাহলে যে কোন ফার্মেসি থেকে যেকোন কাশির ওষুধ
নিয়ে এসে বাচ্চাকে খাইয়ে দেই এটা আসলে বাচ্চার জন্য অনেক বিপদজনক। অবশ্যই
কাশির ওষুধ খাওয়ানোর পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। আসুন জেনে
নেই বাচ্চাদের কাশির সিরাপ সবচেয়ে কোনটা ভালো এবং নিরাপদ।
এমব্রক্সঃ বাচ্চাদের যতগুলো কাশির সিরাপ রয়েছে তার মধ্যে এমব্রক্স অনেক
ভালো এবং নিরাপদ। তবে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক ধরনের ঔষধ বেশি কার্যকর হয়ে
থাকে। এমব্রক্স একটি ভাল মানের কাশির সিরাপ যাতে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন
নেই বললেই চলে। আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট সমূহঃ
খাওয়ানোর নিয়মঃ বাচ্চার বয়স যদি ছয় মাসের নিচে হয় তাহলে এ টি ০.৫
মিলি করে দুইবার খাওয়াতে হবে। আর বাচ্চার বয়স যদি ছয় মাসের উপরে হয়
সেক্ষেত্রে এক মিলি করে দুইবার খাওয়াতে হবে। কাশির জন্য এই সিরাপ খুব ভালো কাজ
করে থাকে।
শুকনো কাশির সিরাপের নাম
কাশির সিরাপ এর নাম জানার আগে এটা জানতে হবে কেন শুষ্ক কাশি হয়ে থাকে এবং শুষ্ক
কাশী কি। যখন মিউকাস তৈরি হয় না বা পিচ্ছিল পদার্থ তৈরি হয় না তখন শুষ্ক
কাশি হয়ে থাকে। যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের এ কাশি বেশি হয়ে
থাকে বা ধুলোবালির জন্য এই কাশি বেশি হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক
শুকনো কাশির সিরাপ এর নামের তালিকা।
-
tussin: এটি একটি জনপ্রিয় কাশির সিরাপ। যা সর্দি ও কাশির
জন্য তৈরি করা হয়েছে। এই সিরাপ শুকনো কাশির জন্য বেশ কার্যকরী।
-
Robitussin রবিটোশিন শুকনো কাশি এবং সর্দির জন্য তৈরি করা
হয়েছে। এটা খুবই পরিচিত একটি সিরাপ।
-
Dextromethorphan: (ডেক্সট্রোমেথরফান) এটি একধরনের
কাশি উপশমকারী উপাদান যা সাধারণত শুকনো কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে এবং কাশির রিফ্লেক্স কমায়।
-
Herbal Cough Syrup: (হারবাল কফ সিরাপ) এটি
প্রাকৃতিক উপাদান থেকে তৈরি একটি সিরাপ যা শুকনো কাশি উপশমে সাহায্য করে।
এর মধ্যে বিভিন্ন ধরনের হালকা লবঙ্গ, তুলসী, আদা ইত্যাদি উপাদান থাকতে
পারে।
-
Sinecod: (সাইনাকড) এটি একটি জনপ্রিয় শুকনো কাশির
সিরাপ, যা ডেক্সট্রোমেথরফান বা অন্যান্য উপাদান দ্বারা তৈরি হয়। এটি কাশি
বন্ধ করতে সাহায্য করে।
-
Cofarest: (কফারেস্ট) এটি শুকনো কাশির জন্য ব্যবহৃত
একটি সিরাপ যা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী।
বড়দের কাশির সিরাপের নাম
বড়দের কাশির সিরাপ এর নাম জানা সকলের প্রয়োজন। অনেক সময় যেকোনো
সমস্যার কারণে আমরা কাশির মত সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কেউ যদি কাজ শীতে
আক্রান্ত হয়ে থাকে তাহলে সে খুব অস্বস্তি বোধ করে। বিভিন্ন ধরনের
কাশির সিরাপ রয়েছে যেগুলো গ্রহণের ফলে কাশি নির্মূল করা যায়। আসল
জেনে নেওয়া যাক বড়দের কাশির সিরাপ এর নামের তালিকা।
- Adovas
- Ambrox
- keto A 100
- Fexo 120
- Klarix
- Axodin 180
- Encino 10mg
- Brolite 3mg
- Askorel SR 50mg
- Tulshi
- Basok
শেষ কথাঃ বাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার
বাচ্চাদের সর্দি কাশির সিরাপ স্কয়ার কোম্পানির নাম গুলো সম্পর্কে আমাদের এই
পোস্টটিতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এবং কিছু গবেষণামূলক তথ্য
দেওয়ার ও চেষ্টা করেছি। প্রিয় পাঠক পোস্টটির মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি
দেখতে পান তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে জানানোর চেষ্টা করবেন
পরবর্তীতে বিষয়টি আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
পরিশেষে আমাদের এই পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা পরিবার
এবং বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন এরকম নিত্য নতুন
তথ্যবহুল পোস্ট করার জন্য আমাদের এই ওয়েবসাইটটিকে নিয়মিত ভিজিট করুন। আর আপনার
যদি অন্য কোন বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে বিষয়টি অবশ্যই আমাদেরকে জানাবেন
তাহলে তা নিয়ে আমরা পোস্ট লেখার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ।
ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url