ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
অনলাইনে ইনকাম করার উপায়ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সম্পর্কে আমাদের এই পোস্টে বিস্তারিত
আলোচনা করব। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ইউটিউবে কত ভিউতে কত
ইনকাম কত ইনকাম ইউটিউব চ্যানেল থেকে টাকা উত্তোলন করার উপায় সহ নানান
বিষয় এ পোস্টটির মাধ্যমে শেয়ার করবো।
২০২৫ সালে এসেও এখনো অনেক মানুষ রয়েছে যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি
করতে পারে না। চিন্তার কোন কারণ নেই আপনার একদম সঠিক জায়গাতেই চলে এসেছেন। এ
পোস্টটি পড়ার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করার সকল বিষয় খুব সহজে
জানতে পারবেন।
পেজ সূচিপত্রঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
- ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
- ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম
- ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়
- ইউটিউব থেকে আয় কি হালাল
- ইউটিউব থেকে টাকা তোলার উপায়
- ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
-
শেষ মন্তব্যঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। আপনি যদি ইউটিউব
থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকতে
হবে। টাকা ইনকাম করার জন্য ইউটিউবে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এটা
অবশ্যই আপনাকে অন করাতে হবে। এই অপশনটি কে অন করার জন্য ইউটিউবের যে শর্তগুলি
রয়েছে তা কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে।
আরো পড়ুনঃ
ফেসবুক থেকে ইনকাম করার উপায়
ইউটিউবের সেই শর্তগুলো পূরণ করতে পারলে তারপর আপনি মনিটাইজেশন এর জন্য
আবেদন করতে পারবেন। মনিটাইজেশন করার প্রথম শর্তই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে
১০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং এক বছরের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে
চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা
হল শর্ট ভিডিও। শর্ট ভিডিওর জন্য আপনার ইউটিউব চ্যানেলে ১০ মিলিয়ন ভিউ থাকতে
হবে এক বছরে।
এরপরও আরো কিছু এডিশনাল শর্ত রয়েছে যেমন আপনার চ্যানেলে কোন প্রকার কমেডি
গাইডলাইন থাকা যাবে না এবং আপনার চ্যানেলে ২ স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। এই
শর্তগুলো যখন আপনার পূরণ হয়ে যাবে তখনই শুধু আপনি মনেরটাইজেশনের জন্য আবেদন
করতে পারবেন। আবেদন করার পর তারা যাচাই-বাছাই করে যদি দেখে সবকিছু ঠিকঠাক
রয়েছে তাহলে আপনার মনিটাইজেশন টা অন করে দিবে।
আর মনিটাইজেশন অন হয়ে যাওয়া মানেই আপনার টাকা ইনকাম শুরু হয়ে যাবে। যখন
আপনার টাকা আসা শুরু হয়ে যাবে তখন আপনাকে একটা গুগল এডসেন্সে একাউন্ট খুলতে
হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একটা পিন ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ
youtube আপনার কাছে একটি লেটার বা চিঠি পাঠাবে। তাদের চিঠিতে একটি পিনকোড থাকবে
সেই পিন কোডটি আপনাকে বসাতে হবে তার সাথে আপনাকে ব্যাংক একাউন্ট যোগ
করতে হবে।
অ্যাকাউন্ট হওয়ার পর যখন আপনার এডসেন্সে ১০০ ডলার হবে তখনই ইউটিউব আপনার
ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে এবং তারপর আপনি সেই টাকা খুব সহজেই লোকাল
ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি খুব
সহজেই বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আয় করা যায়।
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয়
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় বিষয়টি কি আপনাদের অবিশ্বাস্য মনে হচ্ছে
কিন্তু একদমই নয়। আপনার হয়তো অনেকেই জানেন এই সুবিধাটা শুধুমাত্র
ফেসবুকেই আমাদের দিচ্ছিল কিন্তু বর্তমান সময়ে ইউটিউব থেকেও আমরা এর থেকে ভালো
সুবিধা পেয়ে থাকছি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিডিও না বানিয়ে কিভাবে ইনকাম
করব তাদের জন্য এই সুবিধাটি খুবই কার্যকর। কারণ ইউটিউব থেকে ইনকাম করার জন্য
আপনাকে আর কোন ভিডিও বানানোর প্রয়োজন নেই।
আপনি চাইলে ভিডিও না বানিয়েও ইউটিউব থেকে এখন ইনকাম করতে পারবেন। youtube
শুধুমাত্র তাদের জন্য এই সুবিধা টি নিয়ে এসেছে যারা কোন প্রকার ভিডিও
তৈরি করতে পারেন না। এখন থেকে আপনি চাইলে অন্যের ভিডিওতে ইনকাম করতে পারবেন।
আপনারা আগে যখন অন্য কারো ভিডিও আপনার youtube চ্যানেলে পোস্ট করতেন
তখন ইউটিউব আপনাদের কপিরাইট লঙ্ঘনের আয়তায় নিয়ে আসতো কিন্তু বর্তমান
সময়ে এরকম আর কোন ধরনের সমস্যাতে আপনাকে পড়তে হবে না।
কারণ ইউটিউব নিজে তাদের অফিশিয়াল পেজ থেকে বলেছে তারা নিজে আপনাদের ইনকাম শুরু
করিয়ে দিবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার পছন্দমত এমন কিছু
ভিডিও পছন্দ করুন যেগুলোতে ভিউ অনেক বেশি রয়েছে। তারপর একটি ভিডিও বাছাই করে
তার মধ্যে প্রবেশ করুন ভিডিওতে প্রবেশ করার পরে দেখবেন নিচে একটি রিমিক্স নামক
অপশন রয়েছে। রিমিক্স অপশনে ক্লিক করলে আপনারা আরো চারটি অপশন দেখতে পাবেন।।
সেই অপশন গুলোর মধ্যে থেকে আপনারা কোল্যাব নামক অপশনে ক্লিক করুন এই অপশনে আপনি
ঢোকার পরে সেখান থেকে আপনার পছন্দমত ভিডিওর যে কোন স্থান থেকে ১৫ সেকেন্ড কেটে
নিতে পারবেন ভিডিও কেটে নেওয়ার পর নেক্সট এ ক্লিক করুন এবং ভিডিওর সাথে
আপনি ডুয়েট করুন তারপর সেই ভিডিওগুলোকে ইউটিউব চ্যানেলে পাবলিশ করুন এভাবে
নিয়মিত করতে থাকুন দেখবেন একসময় আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হচ্ছে।
ইউটিউব থেকে আয় করার ৫ টি উপায়
ইউটিউব থেকে আয় করার ৫ টি উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যা
আপনাদের অনেক উপকারে আসবে। বর্তমান সময়ে যারা ইউটিউব থেকে মূলত তাদের জন্য এই
পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে নতুন পুরাতন
সবাই জানতে পারবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করার কিছু বিশেষ কার্যকরী
উপায়। সত্যিকার অর্থেই এই পাঁচটি উপায় অবলম্বন করে আপনি ইউটিউব থেকে অনেক
ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ আর্টিকেল লিখে ইনকাম করার উপায়
গুগল এডসেন্সঃ ইউটিউব থেকে টাকা ইনকাম করার পন্থা গুলোর মধ্যে
সর্বপ্রথম যে পন্থা সেটা হলো গুগল এডসেন্স। আপনারা সকলেই জানেন গুগল এডসেন্স
থেকে অ্যাড দেখানোর মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আপনি যখন
একটি youtube চ্যানেল খুলবেন তখন আপনার youtube চ্যানেলে যখন বিগত ১২ মাসে ১
হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ টাইম পূর্ণ হবে তখন আপনার চ্যানেল কি
আপনি youtube মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন।
স্পনসর শীপঃ স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা
ইনকাম করতে পারবেন। তবে স্পন্সরশীপ থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার
চ্যানেলকে ভালো পজিশনে থাকতে হবে না হলে কিন্তু আপনি সহজে স্পন্সর পাবেন না।
স্পনসর পাওয়ার জন্য আপনার চাইলে মিনিমাম ৫০ হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকতে
হবে এবং ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ থাকতে হবে তাহলে কেবলমাত্র আপনি স্পন্সরশিপের
মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিংঃ আপনারা হয়তো অনেকেই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে
শুনেছেন। এতো লেট করার জন্য আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি আপনি কোন
পণ্যের লিংক শেয়ার করে দেন এবং সেই লিংক থেকে কোন ব্যক্তি যদি তা ক্রয় করে
তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণ কমিশনার পাবেন। মূলত এই প্রক্রিয়াটিকে
ইউটিউব থেকে মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা বোঝায়।
প্রোডাক্ট সেলিংঃ আপনার ইউটিউব চ্যানেলে যদি কোন ভালো কনটেন্ট নাও
থাকে তারপরও কিন্তু আপনি চাইলে আপনার যদি কোন প্রোডাক্ট থাকে অথবা আপনি যদি চান
একটা ব্যবসা করবেন তাহলে সে ক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে ভিডিও
তৈরি করতে পারেন আর এভাবে চাইলেও আপনি youtube চ্যানেল থেকে প্রোডাক্ট সেলিং এর
মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
বিজনেস মার্কেটিংঃ ৫ নাম্বারের যে বিষয়টি চলে আসে তা হলো বিজনেস
মার্কেটিং। আপনার নিজস্ব কোন যদি বিজনেস থাকে যেমন ধরে নিন আপনার যদি একটি
কোম্পানি থাকে বা ছোট একটা প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি এটি নির্দিষ্ট
বিষয় নিয়ে কাজ করেন। তাহলে সে ক্ষেত্রে কিন্তু আপনি নিজস্ব বিজনেসটাকে ইউটিউব
চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন আর এ থেকে আপনার ভালো পরিমাণ ইনকাম
হবে।
ইউটিউব থেকে আয় কি হালাল
ইউটিউব থেকে আয় কি হালাল এরকম প্রশ্ন অনেক মানুষই করে থাকে। তাই আমরা এই
পোষ্টের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে দেব ইউটিউব থেকে ইনকাম করা হালাল হবে
নাকি হারাম হবে। ইউটিউব থেকে হালাল ইনকাম করার অনেক উপায় রয়েছে। এখন
প্রশ্ন হলো কিভাবে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোন ভিডিও পাবলিশ করেন এবং
সেই ভিডিওগুলোতে আপনি যদি কোন অ্যাডভার্টাইজ দেন যা হতে পারে কোন কোম্পানির বা
হতে পারে পণ্যের।
আপনি যদি সেখানে কোন ধরনের হারাম অ্যাড স্থাপন না করেন অথবা কোন কোম্পানি
যদি সে ভিডিওতে কোন হারাম অ্যাড স্থাপন না করে তাহলে সেই অ্যাড
দেখানোর মাধ্যমে যে টাকা উপার্জিত হবে তা অবশ্যই হালাল হবে ইনশাল্লাহ। এছাড়া
ইউটিউব কর্তৃপক্ষ যে অ্যাড গুলো দিয়ে থাকে অর্থাৎ তাদের মাধ্যমে যে অ্যাডগুলো
হয় বা তারা এডগুলো দিয়ে থাকে সে সমস্ত গুলো থেকে টাকা প্রয়োজন হালাল নয়
কারণ তারা তাদের এডের মধ্যে অশ্লীল ভিডিও দিয়ে থাকে যা ইসলামে
সম্পূর্ণ হারাম।
ইউটিউব থেকে টাকা তোলার উপায়
ইউটিউব থেকে টাকা তোলার উপায় কি তা সম্পর্কে জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করে
থাকেন। অনেকেই ইউটিউব থেকে টাকা ইনকাম করার পরেও তারা জানে না যে কিভাবে সেই
টাকা উত্তোলন করতে হয় তাদের চিন্তার কোন কারণ নেই কারণ আমরা এই পোষ্টির
মাধ্যমে কিভাবে টাকা উত্তোলন করতে হয় তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছে এই
পোস্টটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউব থেকে টাকা উত্তোলন
করতে পারবেন।
Youtube এ টাকা উত্তোলন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলকে অবশ্যই মনিটাইজেশন
করাতে হবে। মনিটাইজেশন করানোর জন্য ইউটিউব আপনাকে কিছু শর্ত দিবে সেই সত্য গুলো
আপনাকে পূর্ণ করতে হবে যদি সত্যগুলো পূরণ করতে পারেন তবে আপনি মনিটাইজেশন
পাওয়ার জন্য তাদের কাছে আবেদন করতে পারবেন। সত্যগুলো পূরণ করার পর তারা আপনার
চ্যানেলটিকে যদি মনিটাইজেশন অন করিয়ে দেয় তাহলে আপনার ইনকাম শুরু
হয়ে যাবে।
আপনার যখন একশ ডলার এডসেন্স একাউন্টে জমা হবে তখনই শুধু আপনি টাকা উত্তোলন
করতে পারবেন। আপনি যখন এডসেন্স একাউন্ট খুলবেন খোলার সময় আপনাকে ব্যাংক
একাউন্ট যোগ করতে হবে। যখন আপনার একাউন্টে ১০০ ডলার যোগ হয়ে যাবে তখন ইউটিউব
কর্তৃপক্ষ তা আপনার ব্যাংকে যুক্ত করে দিবেন। তারপর আপনি খুব সহজেই ব্যাংক
থেকে টাকা উত্তোলন করতে পারব...
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম? বর্তমান সময়ে এসেও আপনার একটা youtube চ্যানেল না
থাকে তাহলে এটি খুবই দুঃখজনক। বর্তমানে youtube থেকে কিন্তু কনটেন্ট তৈরি করে
টাকা ইনকাম করা যায় আমার কনটেন্ট না তৈরি করেও টাকা ইনকাম করা যায়। তো আপনার
কেন একটি youtube চ্যানেল থাকবে না। চিন্তার কোন প্রয়োজন নেই আমার এই
পোস্টটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে
পারবেন চলুন শুরু করা যাক।
আপনারা সরাসরি ইউটিউব অ্যাপসে চলে যাবেন এপ্সে যাওয়ার পরে উপরে একটি আইকন
দেখতে পাবেন সে আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন ইওর চেনেল নামক একটি অপশন।
তারপর আপনি ইওর চ্যানেল অপশনে ক্লিক করুন ইউটিউব চ্যানেল অপশনে ক্লিক করার পরে
আপনার সামনে একটি ইন্টারফেস আসবে যেখানে ক্রিয়েট চ্যানেল একটি অপশন দেখতে
পাবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনার একটি ইউটিউব চ্যানেল
খোলা হয়ে যাবে।
শেষ মন্তব্যঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনার
চেষ্টা করেছি। প্রিয় পাঠক পোস্টটির মধ্যে আমাদের অজান্তে কথা যদি ভুল
ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল সংশোধন করার
জন্য আমাদের কন্টাক্ট পেজে অথবা পোস্টের নিচে একটি মন্তব্য করুন পরবর্তী আমরা
অবশ্যই ভুল সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
পরিশেষে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি
মন্তব্য করুন আর এরকম তথ্যবহুল পোস্ট করার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ
রাখুন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে তা আমাদেরকে
অবশ্যই জানান। আমরা সেই পোস্ট লেখার মাধ্যমে আপনাকে উপকার করার চেষ্টা করবো
ইনশাল্লাহ।
ড্রিমস ব্লগারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url